• মিলল না হুইলচেয়ার, বিমানবন্দরে মৃত্যু হল বৃদ্ধের
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হুইলচেয়ার না মেলার অভিযোগে মৃত্যু হল এক ৮০ বছরের বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে ফিরছিলেন ওই বৃদ্ধ। অভিযোগ, বিমানবন্দরে নেমে তিনি কোনও হুইলচেয়ার পাননি। তবে হুইলচেয়ারের প্রচুর চাহিদা থাকায় তার কপালে জোটেনি সেই সুবিধা। তবে বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বৃদ্ধর স্ত্রীকে তাঁরা একটি হুইলচেয়ার দিয়েছিলেন এবং তাঁর জন্যে আরেকটি হুইলচেয়ারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। তবে ওই বৃদ্ধ নাকি কথা না শুনে নিজেই চলতে শুরু করেন। এরপরই তাঁর মৃত্যু ঘটে। বৃদ্ধর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার ইন্ডিয়ার মেডিক্যাল দল তখনি তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। বৃদ্ধকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।   
  • Link to this news (আজকাল)