• হাসপাতাল থেকে পালিয়ে‌ও নিস্তার নেই, ফের রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন স্থানীয়রা...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ হাসপাতাল থেকে বেরিয়ে পাশের পশু হাসপাতালের সামনে বসেছিলেন। হাতে লাগানো ছিল স্যালাইনের চ্যানেল। তা দেখে পথচলতি স্থানীয়দের বুঝতে অসুবিধা হয়নি, হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন রোগী। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের উদ্যোগে পুনরায় তাঁকে ভর্তি করে দেওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। জানা গেছে নবদ্বীপের বাসিন্দা ওই রোগীর নাম পিন্টু দেবনাথ। তিনি ভর্তি ছিলেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। আদতে নবদ্বীপের বাসিন্দা হলেও পিন্টু ভাড়া থাকেন ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায়। বুকে ব্যথা নিয়ে গত তিন দিন ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। খিদে পেয়েছিল বলে সে নাকি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন তিনি। তাঁকে হাসপাতালের গেটে কেউ আটকায়নি বলে দাবি রোগীর। হাসপাতাল থেকে বেরিয়ে কিছুটা চলার পর পিন্টু চুঁচুড়ার পশু হাসপাতালের সামনে রাস্তার পাশে শুয়েছিলেন। তারপর আর পায়ে হেঁটে হাসপাতালে ফেরার ক্ষমতা ছিল না তাঁর। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুনরায় হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, তিনি যে বেডে ভর্তি ছিলেন সেটি অন্য রোগীর জন্য বরাদ্দ হয়েছে। পরে তাঁকে অপর একটি বেডে ভর্তি রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই রোগী একজন অ্যালকোহলিক পেশেন্ট। তিনি এর আগেও ভর্তি হয়েছেন। পালিয়েও গিয়েছিলেন অতীতে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেছেন, যাঁরা পিন্টু দেবনাথকে পুনরায় হাসপাতালে এনে ভর্তি করেছেন তাঁদের ধন্যবাদ। ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)