• ফিরে আসতে হল অধীরকেও, আইনের ব্যাখ্যা শুনেও 'বুঝল' না পুলিশ ...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রামপুরে "বাঁশের কেল্লা"র সামনে থেকে ফিরে আসতে হল কংগ্রেসকেও। বৃহস্পতিবার ফিরেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে বিজেপির "ফ্যাক্ট ফাইন্ডিং টিম" এবং দুপুরে সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সন্দেশখালি ঢোকার আগে রামপুরে পুলিশের বাধায় বাঁশের ব্যারিকেড টপকে ওপারে যেতে পারেননি কেউ। হাতে আইনের বই। যা দেখিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে আইনের ব্যাখ্যায় ১৪৪ ধারা কী এবং সে সম্পর্কে কী বলা আছে তা বোঝানোর চেষ্টা। কাজ হল না। রামপুরে পুলিশের তৈরি বাঁশের ব্যারিকেডের সামনে থেকে এগোতে পারলেন না সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। কেন এগোতে দেওয়া হচ্ছে না বা সামনে কেন ব্যারিকেড? অধীর বারবার প্রশ্ন করতে থাকলেও পুলিশ ছিল একেবারেই নীরব। পাশে দাঁড়িয়ে আইনের বই হাতে তাঁর সঙ্গী ও রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বারবার ১৪৪ ধারা নিয়ে আইনে কী ব্যাখ্যা আছে সেই নিয়ে পুলিশকে বোঝাতে চাইলেও পুলিশ বুঝিয়ে দেয় রামপুর থেকে এগোনো যাবে না। আইনের ব্যাখ্যা বোঝাতে "ব্যর্থ" কংগ্রেস এরপরেই ক্ষোভে ফেটে পড়ে। রাজ্য সরকার সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অধীর। যে পুলিশকে এতক্ষণ তাঁর সহকর্মী আইনের ব্যাখ্যা বোঝাতে গিয়েছিলেন সেই পুলিশের ওপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেষপর্যন্ত অধীর-সহ ফিরে গেলেন কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।
  • Link to this news (আজকাল)