• পোলবায় প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ, গ্রেপ্তার মূল অভিযুক্ত...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ‌অবশেষে পোলবায় প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ। বিহারের বাসিন্দা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, কিছুদিন আগে জ্যোৎস্না জানার (‌৫৫)‌ পোষ্য ছাগলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁর সন্দেহ ছিল ঠিকাদার শঙ্কর সাদা (‌৫৪)‌ এর জন্য দায়ী। রেগে গিয়ে ঠিকাদারকে অশ্রাব্য গালিগালাজ করেছিলেন ওই প্রৌঢ়া। এরপরই ওই প্রৌঢ়ার গলাকাটা দেহ উদ্ধার হয় পোলবার সুগন্ধার একটি ইটভাটার পাশে সার কারখানার পিছনের পরিত্যক্ত চৌবাচ্চা থেকে। ঘটনাটি ঘটে গত ১২ ফেব্রুয়ারি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তিন দিন পর গ্রেপ্তার করা হয় খুনে অভিযুক্ত ঠিকাদার শঙ্কর সাদা (‌৫৪)‌–কে। ধৃতের বাড়ি বিহারের খাগারিয়া জেলায়। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তদন্তে পোলবার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছিল। প্রসঙ্গত, তদন্তে নেমে সার কারখানার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ওই কারখানায় শ্রমিক সরবরাহ করত শঙ্কর সাদা। ঘটনার পর থেকে সে বেপাত্তা ছিল। স্ত্রী অসুস্থ বলে সে বিহারে দেশের বাড়ি চলে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ। ঘটনার কয়েকদিন পর সার কারখানার ম্যানেজার ফোন করে শঙ্করকে ডাকে। বৃহস্পতিবার সে ফিরতেই গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, মহিলা ও তাঁর স্বামী ওই ইটভাটায় থাকতেন। মহিলার অনেকগুলি পোষ্য ছাগল ছিল। মাস খানেক আগে একটি ছাগলের অস্বাভাবিক মৃত্যু হয়। এদিকে, সার কারখানার পিছনে রয়েছে শ্রমিকদের থাকার ঘর। পুলিশ জানিয়েছে ঘটনার দিন শঙ্কর মদ্যপান করেছিল। মহিলাটি ছাগল নিয়ে যাওয়ার সময় শঙ্করকে দেখে গালিগালাজ শুরু করেন। রেগে গিয়ে ঘর থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে মহিলার গলা কেটে খুন করে পরিত্যক্ত চৌবাচ্চায় ফেলে দেয় শঙ্কর, এমনটাই অভিযোগ। ঘটনার পর সন্ধেয় ব্যান্ডেল থেকে ট্রেন ধরে বিহার পালিয়ে যায় সে। ঘটনার তদন্তে নেমে পুলিশ শ্রমিকদের জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য জানতে পারে। ধৃতকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়। অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)