• সন্দেশখালি যেতে বাধা কংগ্রেসকে, পথে বসে পড়লেন অধীর
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি যেতে বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। শুক্রবার সন্দেশখালি যেতে বাধা পায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাধা পেয়ে, দীর্ঘক্ষণ বচসার পর তারা যখন ফিরে আসছিল কলকাতার উদ্দেশে, তখনই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নজর ছিল, বিজেপির পর কি বাধা কংগ্রেসকেও, নাকি ঘটনাস্থলে যেতে পারবে হাত শিবির? মাঝে সরবেড়িয়া থেকে ঘটনাপ্রসঙ্গে মুখ খোলেন অধীর চৌধুরী। সেখান থেকে সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বাধা দেওয়া হয় তাঁকেও। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসার পর রাস্তায় বসে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি। সরবেড়িয়ায় এদিন সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালি আরএসএস-এর বাসা। ওই বক্তব্যের পাল্টা অধীরের দাবি, সেকথা আগেই জানা উচিত ছিল মুখ্যমন্ত্রীর। সঙ্গেই তাঁর অভিযোগ, মমতার জামানাতেই বাংলায় বেড়েছে আরএসএস-এর শাখা প্রশাখা। অধীরের মতে, এই অন্যায় ধর্মভিত্তিক নয়, অন্যায় ক্ষমতাশালীর, তারা অত্যাচার চালিয়েছে দুর্বলের ওপর। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ধর্মীয় বিভাজনের রং চাপানো হচ্ছে। সন্দেশখালি যাওয়ার পথে বাধা পায় কংগ্রেস। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় বিবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারা জারি থাকার কারণে এবং এলাকায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সন্দেশখালি যেতে বাধা। উল্লেখ্য, আজ অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, সন্দেশখালিতে কী হয়েছে, যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না?
  • Link to this news (আজকাল)