• প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের ‌তল্লাশি অভিযানে ইডি...
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই ব্যবসায়ী রাজীব দে’‌র পাঁচতলা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। পাশাপাশি ব্যবসায়ীর শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এর আগেও ৩–৪ বার রাজীব দে’‌কে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জানা গেছে রাজীব দে ছাড়াও তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে ইডি। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়ি, বাঁশদ্রোণী এলাকাতেও চলছে ইডির তল্লাশি অভিযান।‌
  • Link to this news (আজকাল)