কম্পিউটার হাতছাড়া, শেষমেশ সরকারি অফিসের কেবল কেটে নিয়ে গেল চোরে
২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
অরূপ বসাক: গত এক মাসে দু'বার সরকারি অফিসের সমস্ত কেবল কেটে নিয়ে গেলো চোরের দল। যার ফলে বন্ধ হয়ে পড়েছে সমস্ত পরিসেবা। নতুন বছরে জানুয়ারি মাসের পর এবার ফেব্রুয়ারি মাসেও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিস সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শক করন অফিসে। এদিন সকালে অফিস খোলার সময় অফিসের কর্মচারী লক্ষ্য করেন অফিসের একটি জানালা খোলার অবস্থায় রয়েছে এবং অফিসের বাইরের লাইট ভাঙা।
তিনি উদ্বিগ্ন হয়ে ভেতরে প্রবেশ করার পর লক্ষ্য করেন অফিসের ভিতরের একটি কম্পিউটারকে টানবার চেষ্টা করা হয়েছে যার ফলে কম্পিউটার সমস্ত উপকরণ মাটিতে পড়ে রয়েছে। দুষ্কৃতীরা ইন্টারনেট-সহ বিভিন্ন কেবেলগুলিও কেটে নিয়ে চলে গেছে। বিডিও অফিস সংলগ্ন সরকারি অফিসে একের পর এক এইভাবে সমস্ত কেবল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যার ফলে এদিন সকাল থেকে সমস্ত পরিসেবা বন্ধ হয়ে যায় এই সরকারি অফিসে। বহু মানুষ কাজের জন্য এসেও খালি হাতে ফিরে যায়। কারন যে ভাবে বিভিন্ন কেবল কেটে চুরি করে নিয়ে যায় চোরের দল, তাতে সমস্ত পরিসেবসি বন্ধ হয়ে যায়। এদিন মালবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয় অবর বিদ্যালয় পরিদর্শক করন অফিস থেকে। বিদ্যালয় পরিদর্শক করনের তরফে মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ করার পর পুলিস সমস্ত বিষয় তদন্ত করে দেখছে বলে জানায়।অফিসের স্টাফ কাঞ্চন মালাকার বলেন, 'এই নিয়ে দুবার অফিসের কেবল চুরির ঘটনা ঘটল। যার ফলে আজ সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। এ ব্যপারে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছি। অবিলম্বে পুলিস প্রশাসন দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক।'