• জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে এক্স-রে পরিষেবায় সমস্যা, অসুবিধার সম্মুখীন রোগী-পরিবার
    ২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • প্রদ্যুৎ দাস: সঠিকভাবে এক্স-রে পরিষেবা পাচ্ছেন না জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালের রোগীরা। রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, মেডিক্যালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের এক্স-রে পরিষেবার‌ জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সদর হাসপাতালে।দুর দুরান্তের এলাকা‌ থেকে প্রতিদিন অসংখ্য রোগী আসেন জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও রোগীর আত্মীয় পরিজনদের হাসপাতালে পরিষেবা নিতে এসে চরম হয়রানির শিকার হতে‌ হচ্ছে বলে অভিযোগ।

    রোগী ও তাদের আত্মীয় পরিজনদের অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখালেও এক্স-রে করার জন্য তাদের ছুটে যেতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জলপাইগুড়ি সদর হাসপাতালে।সেখানে ডিজিটাল এক্স-রে করাতে গিয়ে প্রায় দশ কিলোমিটার যাতায়াত‌ করতে হয় বলে অভিযোগ। ফের রিপোর্ট নিয়ে এই হাসপাতালে এসেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে।রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে মোবাইলে এক্স-রে প্লেটের‌ ছবি দেওয়া হয়। সবমিলিয়ে রোগী পরিষেবার ক্ষেত্রে চরম‌ হয়রানির শিকার হতে হচ্ছে।ময়নাগুড়ির ভোটপট্টি থেকে আসা আমিরুল হক নামে এক রোগী চিকিৎসা করাতে এসে বলেন, হাসপাতালে তাকে বলা হয় বড় মোবাইল থাকলেই এক্স-রে হবে। কিন্তু তার ছোট মোবাইল থাকায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ছুটে আসতে হয়েছে।এভাবেই প্রতিদিন বহু মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। হাসপাতালের এক্স-রে পরিষেবার এই সমস্যার কথা স্বীকার করেন জলপাইগুড়ি মেডিক্যালের দায়িত্ব থাকা অর্থোপেডিক সার্জেন ডাঃ দেবব্রত সোম। 
  • Link to this news (২৪ ঘন্টা)