• মনোজের বিদায়ী মঞ্চে মুকেশ-সুরজের দাপটে চালকের আসনে বাংলা...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুকেশ কুমার এবং সুরজ সিন্ধু জয়েসওয়ালের বিধ্বংসী বোলিংয়ে রঞ্জিতে প্রথম দিনের শেষে চালকের আসনে বাংলা। শুক্রবার ইডেনে বাংলার দুই পেসারের দাপটে মাত্র ৯৫ রানে শেষ হয়ে যায় বিহারের ইনিংস। চারটে করে উইকেট নেন মুকেশ এবং সুরজ। ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বাংলার রান ১১১। ১৬ রানে এগিয়ে মনোজ তিওয়ারির দল। উইকেটে ৪৮ রানে অপরাজিত অভিমন্যু ঈশ্বরণ। ১৩ রানে ব্যাট করছেন অনুষ্টুপ মজুমদার। মনোজের বিদায়ী মঞ্চে প্রথমদিন আধিপত্য বিস্তার করে বাংলা। ব্যাট করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারায় বিহার। ৫০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন ঋষভ রাজ এবং সাকিবুল গানি। কিন্তু পার্টনারশিপ ভাঙেন মুকেশ। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে ২৩ রান করেন আর প্রতাপ সিং। কিন্তু বিশেষ লাভ হয়নি। মাত্র ৪২ রানে শেষ ৫ উইকেট হারায় বিহার। ৪৬.৪ ওভারে ৯৫ রানে শেষ হয়ে যায় ইনিংস। ছয় ম্যাচের একটাও জেতেনি বিহার। টেবিলের লাস্টবয়। কিন্তু বাংলার পেসারদের কাছে এভাবে আত্মসমর্পণ হয়তো ভাবা যায়নি। প্রথম দিনের খেলার শেষে মুকেশ বলেন, "ভারতের হয়ে বল করা যেমন উপভোগ করি, তেমনই বাংলার হয়েও। আজকে উইকেট পেয়ে খুশি। সুরজও যথেষ্ট ধারাবাহিক। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা আমাকে এখানেও সাহায্য করছে।" শনিবার মনোজের ব্যাট থেকে রানের অপেক্ষায় থাকবে শহরের ক্রিকেটপ্রেমীরা। 
  • Link to this news (আজকাল)