• 'অপারেশন লোটাস' শঙ্কা! বিধানসভায় আস্থাভোট চাইছেন কেজরিওয়াল...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অপারেশন লোটাস-এর শঙ্কা দিন কয়েক আগে ঝাড়খণ্ডেও দেখা গিয়েছিল। এবার একই আশঙ্কা দেশের রাজধানীতেও। আর সেই কারণেই হাতে সময় থাকতেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছেন কেজরিওয়াল! সূত্রের খবর তেমনটাই। যাবতীয় চর্চার কারণ, শুক্রবার আপ সুপ্রিমোর একটি ঘোষণা। অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব আনবেন বলে ঘোষণা করেন। আগামীকাল অর্থাৎ শনিবার দিল্লি বিধানসভায় সেই প্রস্তাব নিয়ে চর্চার সম্ভাবনা রয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও কেন দিল্লির মুখ্যমন্ত্রী আস্থা ভোটের কথা বলছেন? ৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। আপের ঝুলিতে ৬২ বিধায়ক। আপ সুপ্রিমোর মতে, আবগারী দুর্নীতি মামলায় তদন্ত নয়, আসল উদ্দেশ্য তাঁর সরকার ফেলা। আর সেই কারণেই নিজের গ্রেপ্তারির জল্পনার মাঝেই আস্থা ভোটের প্রস্তাব আনছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ষষ্ঠ বার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে কেজরিওয়াল আগেও দাবি করেছেন, তাঁর দলের বিধায়কদের ভাঙিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির। তিনি জানিয়েছিলেন, আপের ৭ বিধায়কের জন্য ২৫কোটির প্রস্তাব দিয়েছে গেরুয়া শিবির। জেলে রয়েছেন আপের মণিশ সিসোদিয়া, সঞ্জয় সিং। এই পরিস্থিতিতে নিজের গ্রেপ্তারির আশঙ্কার মাঝেই আস্থা ভোটের প্রস্তাব আনছেন অরবিন্দ কেজরিওয়ালের।
  • Link to this news (আজকাল)