• জেলে যাওয়ার সাড়ে তিন মাস পর দপ্তরবিহীন জ্যোতিপ্রিয়, দায়িত্ব পেলেন বীরবাহা- পার্থ...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার রাজভবনের তরফে এক বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বনদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাঁসদাকে। সেচ এবং জলপরিবহণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। স্বনির্ভর এবং স্বনিযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাঁসদাকেই। পার্থ ভৌমিক দায়িত্ব পেয়েছেন শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দপ্তরেরও। ভারতীয় সংবিধানের ১৬৬(৩) ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরামর্শে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই সিদ্ধান্তের কথা জানান। গত বছরের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকেই তাঁর মন্ত্রিত্ব নিয়ে জল্পনা উঠেছিল রাজনৈতিক মহলে। অবশেষে গ্রেপ্তারির সাড়ে তিন মাস পর মন্ত্রিত্ব হারালেন তিনি।
  • Link to this news (আজকাল)