• 'রাজ্যপাল সব শুনেছেন, দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হব', রাজভবনে জানাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালি যেতে গিয়ে রামপুরে বাধা পায় ফ্যাক্ট ফাইন্ডিং দল। কোনোভাবেই সন্দেশখালি যেতে পারেননি সদস্যরা। সেখান থেকে সোজা রাজভবনে আসে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য অন্নপূর্ণা দেবী জানান, "রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। সন্দেশখালির ঘটনায় উনি দুঃখ প্রকাশ করেছেন। আইন মেনে যতদূর যাওয়া যায় আমরা যাব।" পুলিশকেও আক্রমণ করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাদের বক্তব্য, "পুলিশ ভেতরের ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালির মহিলাদের ওপর যে অত্যাচার চালানো হয়েছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখানেই শেষ নয় আমরা দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলব। ওনাকে সবকিছু জানাব।" দিল্লিতে গিয়ে রিপোর্ট পেশ করার কথাও জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
  • Link to this news (আজকাল)