• আগামী বছরে উচ্চমাধ্যমিকের অ্যাডমিটে বদল, ঘোষণা সংসদের
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। আর পরীক্ষার প্রথম দিনেই ভেন্যু নিয়ে কিছু জায়গায় ভোগান্তি পোহাতে হল পড়ুয়াদের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ভেন্যুর নাম উল্লেখ থাকে। কিন্তু, উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেটা থাকে না। ফলে, এদিন বেশ কিছু জায়গায় পরীক্ষার্থীরা ভুল পরীক্ষাকেন্দ্রে গিয়ে উপস্থিত হন। টেনশনে পড়ে যান অভিভাবকরাও। এদিন রাজ্যের একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় যে সমস্যা তৈরি হয়েছে তা স্বীকার করা হয়েছে সংসদের তরফেও। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অ্যাডমিট কার্ডে ভেন্যুর উল্লেখ না থাকায় বেশ কিছু জায়গায় পরীক্ষার্থীরা ভুল কেন্দ্রে চলে গিয়েছিল। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে ভেন্যুর। ফলে, আর সমস্যা হবে না পড়ুয়াদের।
  • Link to this news (আজকাল)