Pak choi Farming: বাড়িতেই কারবার, নামমাত্র খরচেই চটজলদি বিপুল রোজগার, বেকারদের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Pak choi Farming:
মালদায় কোরিয়ান প্রজাতির পালং শাক চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন মালদার (Malda) কৃষক মনোতোষ রাজবংশী। এই কোরিয়ান প্রজাতির পালংশাককে বলা হয়ে থাকে পাকচই শাক। পরীক্ষামূলকভাবে পুরাতন মালদা ব্লকের কৃষক মনোতোষ রাজবংশী ভিন রাজ্য থেকে এই পাকচই শাকের বীজ নিয়ে এসে চাষ শুরু করেছিলেন। আর তারপরেই সাফল্য মিলেছে। চলতি বছর মনোতোষবাবু বাণিজ্যিকভাবে তার জমিতে কোরিয়ান প্রজাতির এই পাকচই শাকের চাষ (Farming) শুরু করেছেন।