• ISRO Weather Satellite Launching: ‘নটি বয়’কেই ভরসা, মাইলফলক ছুঁয়ে ফের মহাকাশে আজ দাপট দেখাবে ISRO
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজ আবার ইতিহাস গড়তে চলেছে ISRO, ‘নটি বয়ের’ পিঠে ভর করেই উৎক্ষেপণ করা হবে বিশেষ উপগ্রহ। শনিবার উৎক্ষেপণ হতে চলেছে কৃত্রিম উপগ্রহ ইনস্যাট থ্রিডিএস [INSAT-3DS] শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-থ্রিডিএস-কে পিঠে বসিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল (GSLV)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)