• এনআরআইদের বিয়ে নিয়ে সুপারিশ আইন কমিশনের
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: এনআরআই এবং ভারতীয় নাগরিকদের বিয়ে নিয়ে এবার কড়া সুপারিশ করল আইন কমিশন। শুক্রবার কমিশনের তরফে করা সুপারিশে জানানো হয়েছে, এনআরআই এবং ভারতীয় নাগরিকদের মধ্যে বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ভুয়ো আশ্বাস দিয়ে ঠকানো বা ভুয়ো পরিচয় ঠেকাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে আইন কমিশনের তরফে।কেন্দ্রীয় আইন মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে ঋতুরাজ অবস্থির নেতৃত্বাধীন আইন কমিশন জানিয়েছে, "এনআরআইয়ের দ্বারা ভারতীয় সঙ্গীকে ভুয়ো বিয়ে করার মতো উদ্বেগজনক একটি প্রবণতা দেখা দিচ্ছে। এই ধরণের অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন বিশেষভাবে মহিলারা। ফলে তাঁরা মারাত্মক পরিস্থিতিতে পড়ছেন।" রিপোর্টে উল্লেখ করা হয়েছে, "এবার থেকে সমস্ত এনআরআই বা ওসিআইদের ক্ষেত্রে ভারতীয় নাগরিককে বিয়ে করলে বাধ্যতামূলকভাবে ভারতে রেজিস্ট্রেশন করতে হবে।" অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্ন, সঙ্গী এবং সন্তানের ভরণপোষন, ডেকে পাঠানো এবং যাবতীয় বিষয় সম্পর্কে আইনি নথি তৈরির সুপারিশ করেছে আইন কমিশন।পাসপোর্ট আইনেরও সংশোধনের সুপারিশ করা হয়েছে আইন কমিশনের রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে, পাসপোর্টে বৈবাহিক পরিস্থিতি, সঙ্গীর পাসপোর্টের অন্যান্য সংযোগ এবং স্বামী ও স্ত্রী, উভয়েরই পাসপোর্টে বিয়ের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এই ধরণের কোনও বিয়ে বা তার পরবর্তী যে কোনও ঘটনায় দেশের আদালতের হস্তক্ষেপের এক্তিয়ার রাখার সুপারিশ করা হয়েছে। রিপোর্টে কমিশন জানিয়েছে, "উভয়পক্ষের অধিকার ও স্বার্থ রক্ষা করতে আইনের বিচারবিবেচনা করে দেশীয় আদালতের এক্তিয়ারভুক্ত করে সুনিশ্চিত হবে যে, এনআরআই বা ওসিআইদের বিয়ের বিষয়টি দেশের বিচারবিভাগের সঙ্গে কার্যকরীভাবে সংযুক্ত।" আইন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারকে প্রবাসী ভারতীয়দের মঞ্চের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এই বিষয় সম্পর্কে অবগত করে তুলতে হবে।
  • Link to this news (আজকাল)