• Vishwa Hindu Parishad: শিলিগুড়ি সাফারি পার্কে সিংহীর নাম কেন ‘সীতা’? আদালতের দ্বারস্থ ভিএইচপি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Siliguri Safari Park: এবার পশুরাজের নামকরণের জন্য়ও মামলা দায়ের হল হাইকোর্টে! গত সপ্তাহেই ঘটা করে ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাইজোলা জুওলজিক্যাল পার্ক থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল এক জোড়া সিংহ। তাদের নামকরণ করা হয় আকবর ও সীতা। যা নিয়েই ঘোর আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। সিংহীর নামবদলের জন্য় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিএইচপি!
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)