• Sheikh Shahjahan: দিনের পর দিন বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান, অথচ খামতি নেই আগাম জামিনের আবেদনের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali Sheikh Shahjahan Anticipatory Bail:

    সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৪৪ দিন অতিক্রান্ত। বেপাত্তা সন্দেশখালির ‘বাদশা’ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান। মাঝে একবার ভিডিও বার্তা দিয়েছিলেন। কিন্তু ৫ জানুয়ারির ভয়ঙ্কর কাণ্ডের পর আর তাঁর সশরীরে দেখা মেলেনি। তাহলে কোথায় সে? নিরুত্তর পুলিশ প্রশাসন। নানা কথা বললেও শাহজাহানের ডেরা নিয়ে মুখ খুলছে না তৃণমূলও। এই অবস্থায় ফের আগাম জানিমের আবেদন করলেন শেখ শাহজাহান। ৫ জানুয়ারি রেশ দুর্নীতি কাণ্ডে সন্দেশকালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। যা নিয়ে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই ফের বারাসত আদালতে আইনজীবী মারফৎ আগাম জানিমের আবেদন করেছেন এই তৃণমূল নেতা। আগামী ২৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)