নামে ভুরি ভুরি অভিযোগ বাড়ি-বাড়ি গিয়ে শুনছেন তাঁরা। শিবু হাজরা ও উত্তম সরদারদের কাছে কে কত টাকা পান, তার একটি তালিকা তৈরি হচ্ছে। দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এব্যাপারে রিপোর্ট জমা দেবেন তাঁরা। এদিকে, শনিবার সন্দেশখালিতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights) প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে আগামিকাল সন্দেশকালিতে যাবেন রাজ্যের তিন মন্ত্রী।