• Farmers Agitation: বাড়তে পারে সবজির দাম? ঠিক কী সুপারিশ করেছে স্বামীনাথন কমিশন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Swaminathan Commission on Farmers:

    গত ৬ ফেব্রুয়ারি আন্দোলনকারী কৃষকরা সরকারের কাছে একটি ইমেলে ১২টি দাবি পেশ করেছেন। তার প্রথমটি হল- এমএসপিতে সমস্ত কৃষকদের সমস্ত ফসল ক্রয়ের আইনি গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয়টি হল- ড. স্বামীনাথন কমিশনের সুপারিশ মানতে হবে। সেটা মানতে ফসলের দাম নির্ধারণের জন্য একটি আইন তৈরি করতে হবে। চণ্ডীগড়ে তিন কেন্দ্রীয় মন্ত্রী এবং কৃষক ইউনিয়নের নেতাদের মধ্যে তিন দফা বৈঠক অমীমাংসিতই থেকে গেছে। চতুর্থ রাউন্ড হওয়ার কথা রবিবার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)