Vicky Kaushal: হাতে জোরালো আঘাত, -১১০°তে ঠকঠক করে কাঁপছেন ভিকি! কষ্ট দিচ্ছেন নিজেকে, কেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Vicky Kaushal: কষ্ট সহ্য করা কেউ ভিকি কৌশলের থেকে শিখলেই তো পারেন। হাতে চোট! সেই নিয়েই বহুবার তাঁকে বাড়ির বাইরে দেখা গিয়েছে। আর এবার, তিনি ঠিক যে কাজটা করলেন তাতে চমকাতে হয়। কেন?