দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাব জিতেছে কেজরিওয়াল সরকার। ৫৪ জন বিধায়কের ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন আম আদমি পার্টি। এরপরই বিধানসভার অধিবেশন সোমবার ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। আস্থা প্রস্তাবের আলোচনার সময় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারির প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘আমাদের গ্রেফতার করা হলেও আমাদের চিন্তাধারাকে আটকানো যাবে না’।