• Nitish Kumar On Lalu Prasad Statement: ‘বন্ধু নীতীশ’কে ফেরার বার্তা, জবাবে কী বললেন মুখ্যমন্ত্রী?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লালু যাদবের খোলা প্রস্তাব! বললেন- ‘তুমি এলে আমার দরজা সবসময় খোলা…’। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লালু প্রসাদ যাদব তথা আরজেডি সুপ্রিমো স্পষ্টভাবে বলেছেন যে ‘নীতীশ কুমারের দল বদলের একটা অভ্যাস রয়েছে। তবে নীতীশ ফিরতে চাইলে আমার দরজা সব সময়ের জন্য খোলা রয়েছে’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)