• ‌প্রতারণা মামলায় ট্রাম্পের ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্রতারণা মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ট্রাম্প অর্গানাইজেশনকে প্রায় ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করা হল। আদালতের রায়ে বলা হয়েছে, তিন বছরের জন্য নিউ ইয়র্কের কোনও প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন না ট্রাম্প। এমনকি নিউ ইয়র্কের কোনও কর্পোরেশনে তিনি অফিসার বা পরিচালক পদে থাকতে পারবেন না। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আদালতের রায়ে ট্রাম্পের প্রতিষ্ঠানের দুই আধিকারিকেরও উপরও একাধিক শাস্তিমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্রাম্পের দুই ছেলের ওপরও প্রায় একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে।  এই রায়ে খুশি হয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তিনিই ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। যেখানে প্রতারণা, ভুল ব্যবসায়িক তথ্য দেওয়া, ষড়যন্ত্র, বীমা প্রতারণা সহ মারাত্মক সব অভিযোগ ছিল। 
  • Link to this news (আজকাল)