• ‌কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ এবার ভূমিকম্প পাকিস্তানে। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিট নাগাদ পাকিস্তানের সোয়াত, দির জেলা এবং নীলম উপত্যকা ও এর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.‌৭। ভূমিকম্পে অবশ্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, সোয়াত, দির, নীলম উপত্যকা এবং আশপাশের এলাকা সহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে। উৎসস্থল ছিল ভূ–পৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে। কম্পন শুরু হতেই নীলম উপত্যকা, শারদা মহকুমা সহ আশপাশের অঞ্চলের মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। 
  • Link to this news (আজকাল)