• ভয়ঙ্কর ডাকেট আউট, কুলদীপের জোড়া উইকেট ম্যাচে ফেরাল ভারতকে...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে তৃতীয় দিনের সকালে পরিত্রাতা কুলদীপ যাদব। জোড়া উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন তিনি। সবচেয়ে স্বস্তির খবর, প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ভয়ঙ্কর ফর্মে থাকা বেন ডাকেট। ১৫৩ রানে শেষ হয় ইংল্যান্ডের ওপেনারের দাপুটে ইনিংস। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ২৯০। ভারতের থেকে এখনও ১৫৫ রানে পিছিয়ে। বাকিটা নির্ভর করছে বেন স্টোকসের ওপর। দ্বিতীয় দিনের শেষে ২০৭ রানে ২ উইকেট ছিল ইংল্যান্ডের। ১৩৩ রানে অপরাজিত ছিলেন বেন ডাকেট। ভাল জায়গায় ছিল ইংল্যান্ড। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্টের মাঝপথে চেন্নাই ফিরে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে আর রাজকোট টেস্টে পাওয়া যাবে না। যা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। শুক্রবারই টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন ভারতীয় স্পিনার। তৃতীয় দিন সকালে অশ্বিনের অভাব পূরণ করেন কুলদীপ যাদব। প্রথম সেশনেই তুলে নেন জোড়া উইকেট। তারমধ্যে রয়েছে বেন ডাকেটের গুরুত্বপূর্ণ উইকেট। বাজবল স্টাইলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। শুক্রবার শতরান করে একাই দলের রান এগিয়ে নিয়ে যান। শনি সকালে শুরুটাও ভালই করেছিলেন। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। এদিন মাত্র ২০ রান যোগ করেন। ১৩৯ বলে ১৫০ রান সম্পূর্ণ করেন। ড্রিঙ্কসের পর কুলদীপের একটি বাজে বলে ভুল শট খেলে আউট হন। ১৫১ বলে ১৫৩ রান করে ফেরেন ডাকেট। ইনিংসে ছিল ২টি ছয়, ২৩টি চার। তার আগেই অবশ্য বুমরার বলে ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান জো রুট। খাতাই খুলতে পারেননি জনি বেয়ারস্টো। চার বল খেলে শূন্যতে আউট হন। এদিন সকালে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ উইকেটে ইংল্যান্ডের রান ২৯০। এখনও ১৫৫ রানে পিছিয়ে। ক্রিজে ৩৯ রানে অপরাজিত বেন স্টোকস। তাঁর সঙ্গে আছেন বেন ফোকস (৬)। এটাই ইংল্যান্ডের শেষ ব্যাটিং জুটি। ইংল্যান্ডের ভাগ্য নির্ভর করছে অধিনায়কের ওপর। 
  • Link to this news (আজকাল)