• ঘরোয়া ক্রিকেট না খেলার পরিণতি ভাল হবে না, চিঠিতে ভারতীয় ক্রিকেটারদের সতর্কবার্তা জয় শাহের...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মৌখিক বার্তায় কোনও লাভ হচ্ছে না। রাহুল দ্রাবিড়, জয় শাহ ভারতীয় ক্রিকেটারদের বারবার ঘরোয়া ক্রিকেট খেলতে বলেও কোনও লাভ হয়নি। কর্ণপাত করছেন না ঈশান কিষাণরা। কয়েকদিন আগে বোর্ডের জারি করা ফতোয়া উড়িয়ে দিয়ে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামেননি ঈশান কিষাণ। এবার লিখিত আবেদনের পথে হাঁটল বিসিসিআই। ঘরোয়া লাল বলের ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলকে গুরুত্ব দেওয়ার প্রবণতা চলে এসেছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। যা মেনে নিতে পারছে না বোর্ড। শুক্রবার রঞ্জি ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। বোর্ডের বলা সত্ত্বেও সেখানে খেলছেন না ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, দীপক চাহার। শ্রেয়সের চোট থাকায় তাঁকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু বাকি দু"জনের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের। বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং ভারতের এ দলের ক্রিকেটারদের চিঠি পাঠালেন বোর্ড সচিব জয় শাহ। সেই সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। সেখানে না খেলার ফল ভাল হবে না। চিঠিতে জয় শাহ লেখেন, "একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু প্লেয়ার ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলকে গুরুত্ব দিচ্ছে। যা কখনও ভাবা হয়নি। ভারতীয় ক্রিকেট ঘরোয়া ক্রিকেটের ভীতের ওপর দাঁড়িয়ে আছে। আমরা কখনও সেটাকে উপেক্ষা করিনি। ঘরোয়া ক্রিকেট ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন। প্রথম থেকেই আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার ছিল। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে। তাই ভারতীয় দলে সুযোগ পাওয়া নির্ভর করছে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ওপর। সেখানে না খেলার পরিণতি ভাল হবে না। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি সকালে আন্তর্জাতিক সফর থেকে ফিরেই ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করেছে। ঘরোয়া ক্রিকেটেও দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থাকা উচিত।" ঘরোয়া ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত বোর্ড। ঈশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফির শেষ ম্যাচ না খেলার পরই এই পদক্ষেপ নেন বোর্ড সচিব। সপ্তাহের শুরুতেই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, জাতীয় দলের সঙ্গে সফরে না থাকলে, এবং চোট না পেলে বোর্ডের চুক্তিবদ্ধ সমস্ত ভারতীয় ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এবার বোর্ড সচিবের এই চিঠিতে বোঝা যাচ্ছে, এই ইস্যুতে কোনওরকম অজুহাত সহ্য করবে না বিসিসিআই।‌ 
  • Link to this news (আজকাল)