• ২০২৯ সালে দেশকে বিজেপি মুক্ত করার চ্যালেঞ্জ কেজরিওয়ালের...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয় পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের আগে কেজরির এই জয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। আস্থা ভোটে জয় পেয়েই বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন কেজরি। তিনি বলেন, বিজেপির কাছে আপ একটা বড় চ্যালেঞ্জ। তাই তাঁদেরকে সবদিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি যদি নিজের ভবিষ্যত নিয়ে ভয় করে তবে তাঁর প্রধান কারণ আপ। যদি ২০২৪ সালে বিজেপি লোকসভা ভোটে জিতেও যায় তাহলেও ২০২৯ সালে আপ দেশকে বিজেপি মুক্ত করবে। আপের বয়স মাত্র ১২ বছর। দেশে মোট ১৩৫০ টি রাজনৈতিক দল রয়েছে। তবে দেশের মধ্যে আপ বর্তমানে তৃতীয় বৃহত্তর দল হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। আস্থা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, বিজেপি আপের বিধায়কদের জেলে ভরার পরিকল্পনা করছে। তাই এই আস্থাভোট করা দরকার ছিল। এদিন কেজরিওয়াল আরও বলেন, বিজেপি যেভাবে আপ নেতাদের গ্রেপ্তার করছে তা দেশবাসী জানে। বিজেপি যদি দেশবাসীকে বোকা মনে করে তবে তাঁরা ভুল করবে। কেজরির দাবি, নিজেদেরকে রামের ভক্ত বলে দাবি করে বিজেপি। কিন্তু তাঁরাই হাসপাতালে গরিবদের জন্য ওষুধ বন্ধ করে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলেন বলেই তাঁকে জেলে ভরার পরিকল্পনা করছে বিজেপি, দাবি কেজরিওয়ালের। 
  • Link to this news (আজকাল)