• বাংলার বিজ্ঞানীর হাত ধরে মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইসরো
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ পাঠিয়ে ইতিহাস গড়েছে ভারত। সাফল্য এসেছে আদিত্য এল ওয়ানের হাত ধরেও। দুটি মিশনেই অবদান রয়েছে বাংলার শুভ্রদীপ ঘোষের। ২০১৯ সালে আইআইটি গুয়াহাটি থেকে এমটেক পাস করে বর্তমানে ইসরোতে কর্মরত শুভ্রদীপ। চন্দ্রযান এবং আদিত্য এল ওয়ানের পর এবার ইসরোর নয়া কৃত্রিম উপগ্রহ ইনস্যাট ৩-ডিএসের পিছনেও অবদান রয়েছে বাংলার এই বিজ্ঞানীর। জানা গিয়েছে, শনিবার বিকেল ৫.৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই উপগ্রহ। জিএসএলভি এফ ১৪ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে এই উপগ্রহটিকে। ইসরোর তরফে শুভ্রদীপকে গ্রাউন্ড সিস্টেম এবং রকেটের দায়িত্ব দেওয়া হয়েছে বলে আজকাল ডট ইনকে জানিয়েছেন বাংলার বিজ্ঞানী। তিনি জানান, ‘আমি অত্যন্ত গর্ববোধ করি যে ইসরো তাদের প্রত্যেকটি মহাকাশ অভিযানে আমাকে রাখে। রকেটের শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক করে দেখে নেওয়া, ত্রুটি থাকলে তা ঠিক করে দেওয়া এবং রকেটের ভেতরে যে লিকুইড প্রপালশন করা হয় উৎক্ষেপণের আগে তা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখাই আপাতত আমার কাজ’। জানা গিয়েছে, ভবিষ্যতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান নির্ভর করছে এই অভিযানের সাফল্যের ওপর। ইসরো সূত্রে খবর, মূলত আবহাওয়ার ওপর নজরদারি চালাতেই ইনস্যাট ৩-ডিএসকে পাঠানো হচ্ছে মহাকাশে। এই অভিযান সফল হলে চলতি বছরেই নাসার সঙ্গে যৌথ উদ্যোগে আরও এক কৃত্রিম উপগ্রহ "নিসার"-কে মহাকাশে পাঠাবে ইসরো।
  • Link to this news (আজকাল)