• রবিবার ফের কৃষকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা ...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষকদের আন্দোলনের পঞ্চম দিন। রবিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক করবেন তাঁরা। রবিবারের বৈঠক হবে তাঁদের চতুর্থ দফার বৈঠক। প্রধানত এমএসপি ইস্যুতে কৃষকদের এই আন্দোলন চলছে। শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষকরা। রবিবারের বৈঠকের দিকে এখন সকলের নজর। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা, পীযূষ গয়াল এবং নিত্যানন্দ রাই। এর আগে ৮,১২ এবং ১৫ ফেব্রুয়ারি বৈঠক হয়েছে কৃষকদের সঙ্গে। জানা গিয়েছে রবিবারের বৈঠকে একটি কমিটি গঠনের প্রস্তাব দেবে সরকার। কৃষকদের দাবি নিয়ে পর্যালোচনা করবে এই কমিটি। উৎপাদিত খাদ্যশষ্যের উপর সঠিকভাবে যাতে এমএসপি বসানো হয় সেজন্যেই আন্দোলন করছেন কৃষকরা। তবে প্রতিদিনই কৃষকদের উপর যে হারে কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছে তাতে আন্দোলনের ঝাঁঝ যে আরও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এবার রবিবারের বৈঠকের ফল কোন দিকে যায় সেদিকেই সকলের নজর।    
  • Link to this news (আজকাল)