• হাত ছেড়ে পদ্মফুলে যোগ দিতে পারেন কমল পুত্র নকুল নাথ
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে নয়া নাটক। বিজেপি চিফ ভি ডি শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগে দলের দরজা খোলা। কংগ্রেসের কাজে যারা অসন্তোষ প্রকাশ করছেন তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ নিজের সামাজিক মাধ্যম থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন। তবে কী এবার বিজেপির দিকে যেতে পারেন নকুল নাথ? মধ্যপ্রদেশের অলিতে গলিতে চলছে সেই চর্চা। কয়েকদিন আগেই মধ্যপ্রদেশে কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন বিজেপিতে। ১২ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দীনেশ আহিরওয়ার যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মা জানিয়েছেন, দলের দরজা সকলের জন্য খোলা রয়েছে। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান না করে কংগ্রেস তাঁর নিজের দলের সদস্যদের বিরাগভাজন হয়েছে। তাঁদের সকলকেই বিজেপিতে স্বাগত। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের একমাত্র কংগ্রেস সাংসদ নকুল নাথ নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এবিষয়ে কোনও কথা বলা হয়নি। ছিন্দওয়াড়া থেকে টানা জিতে এসেছেন কমল নাথ। তবে ২০১৯ সালে বিজেপি এখানে ২৮ টি আসনে জেতার পরও নকুল নাথ সেখানে জিতেছিলেন। নকুল নাথের বিজেপিতে যোগদান নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।  
  • Link to this news (আজকাল)