• রবিবারেই সন্দেশখালিতে পার্থ-সুজিত-ব্রাত্য, কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে রবিবার সন্দেশখালিতে সভা বাতিল করল তৃণমূল। তার বদলে সেখানে যাবেন শাসক দলের দুই মন্ত্রী। রবিবার সন্দেশখালি যাওয়ার কথা রয়েছে সুজিত বসু এবং পার্থ ভৌমিকের। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তাঁরা। আগামী মাসে সন্দেশখালিতে সভা করার কথা রয়েছে তৃণমূলের। সেই সভা কবে হবে তাও ঘোষণা করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বর্তমানে সন্দেশখালিতে বহাল রয়েছে ১৪৪ ধারা। গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে সন্দেশখালি। তৃণমূল সূত্রে খবর, এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তার মধ্যে সভায় ভিড় হবে, মাইকিং চলবে। তাতে অসুবিধা হতে পারে পড়ুয়াদের। সেই কথা ভেবেই রবিবারের সভা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক। তারপর ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করবে তৃণমূল। ১ লক্ষ মানুষের ভিড় টার্গেট করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, জনসভায় থাকবেন মন্ত্রী পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নির্মল ঘোষ,চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, দলের নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূলের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে কথা বলছেন এলাকাবাসীদের সঙ্গে। তাঁদের সমস্যা শুনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (আজকাল)