• ‌সন্দেশখালিতে এবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা, খতিয়ে দেখছেন পরিস্থিতি...
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালি নিয়ে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ইডি তল্লাশি অভিযানে আসার পর থেকেই শেখ শাহজাহানের বেপাত্তা হওয়া। এরপর শাহজাহানের গ্রেপ্তারির দাবিত গ্রামের মহিলা ও পুরুষদের একাধিক বিক্ষোভ কর্মসূচি তো ছিলই। স্থানীয় গ্রামের মহিলারা মারাত্মক অভিযোগ এনেছিলেন শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে একাধিক রাজনৈতিক দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিলেও, পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এবার সন্দেশখালি গেল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল। শনিবার সকালে সেখানে পৌঁছেই প্রতিনিধি দল গ্রামগুলির পরিস্থিতি ঘুরে দেখছে। এদিন সন্দেশখালি গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায়–সহ মোট ছ’জন প্রতিনিধি। এর আগে গত গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।
  • Link to this news (আজকাল)