• হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদার
    আজকাল | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভর্তির তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিকিৎসকরা তাঁকে আরও কদিন হাসপাতালে থেকে বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, রবিবার দিল্লিতে বিজেপির দলীয় বৈঠক রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসবেন সেখানে। ওই বৈঠকে যোগ দিতেই চিকিৎসকদের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন সুকান্ত। বিজেপি সূত্রে খবর, শনিবারেই বিমান ধরে দিল্লি যেতে পারেন তিনি। গত বুধবার কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুকান্ত মজুমদার। সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বাধে সুকান্তর। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। হঠাৎই তিনি ওই অবস্থায় সংজ্ঞা হারান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। তিনদিন পর শনিবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর সময় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করেন দলের কর্মী সমর্থকরা। হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন সুকান্ত। তাঁর সুস্থতা কামনায় এদিন হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছিলেন কর্মী সমর্থকরা।
  • Link to this news (আজকাল)