ঠিকাদারের টালবাহানায় বন্ধ কাজ! দুর্ঘটনা রুখতে বিক্ষোভ গ্রামবাসীদের...
২৪ ঘন্টা | ১৭ ফেব্রুয়ারি ২০২৪
মৃত্যুঞ্জয় দাস: ঠিকাদারের টালবাহানায় ২৮ কিমি রাস্তার মধ্যে ২ কিমি রাস্তার কাজ থমকে ৯ মাস। একের পর এক দুর্ঘটনার পরেও নির্বিকার পূর্ত দফতর। বাঁকুড়ার পাটপুরে অবরোধ-বিক্ষোভ। প্রবল বিক্ষোভের মুখে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার। অবশেষে চাপে পড়ে আশ্বাস পূর্ত দফতরের।
কিন্তু তারপরও ঠিকাদারের টালবাহানায় রাস্তার কাজ শুরু না হওয়ায় আজ সকাল থেকে পাটপুর মোড়ে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। দাবী তোলেন ঠিকাদারকে অবরোধস্থলে এসে আস্বাস দিতে হবে। কোতুলপুর থানার পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। শেষ অবধি অবরোধস্থলে হাজির হন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার। তাঁকে ঘিরে চলতে থাকে অবরোধকারীদের বিক্ষোভ। শেষ পর্যন্ত স্থানীয় একটি ঘরে ঢুকে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার আগামী সাত দিনের মধ্যে রাস্তা নির্মানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।