• সংসদে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে নির্দেশ দিলেন ইমরান...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সংসদে বিরোধী দল হিসেবে অবতীর্ণ হতে দলীয় নেতাদের নির্দেশ দিলেন ইমরান খান। শুক্রবার এই কথা জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার সাইফ। তিনি জানান, শীর্ষকর্তার নির্দেশ অনুযায়ী কেন্দ্র এবং পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জিতলেও পিটিআইয়ের স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে।
  • Link to this news (আজকাল)