• মনোজের মঞ্চে অভিমন্যুর দ্বিশতরান, বাংলার অধিনায়ককে 'গার্ড অফ অনার'...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঞ্চ তৈরি ছিল মনোজের জন্য। সেখানে এলেন, দেখলেন জয় করলেন অভিমন্যু ঈশ্বরণ। দ্বিশতরান বাংলার ওপেনারের। শনিবার ইডেনে তাঁর দুর্ধর্ষ দুশোয় বিহারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। ২১৯ বলে দ্বিশতরানে পৌঁছে যান অভিমন্যু। দুরন্ত ইনিংসে রয়েছে ২৩টি চার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭০০০ রান পার করলেন। বিহারকে ৯৫ রানে অলআউট করার পর অভিমন্যুর কাঁধে ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১১ রান করে ডিক্লেয়ার করে বাংলা। দিনের শেষে ১ উইকেট হারিয়ে বিহারের রান ৩২। এখনও ২৮৪ রানে পিছিয়ে। একমাত্র উইকেট মুকেশ কুমারের। প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে বাংলার রান ছিল ১১১। এদিন সকালে আরও ৭১ রান যোগ করেন অভিমন্যু এবং অনুষ্টুপ। মনোজ মাঠে নামতেই তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানায় দু"দলের ক্রিকেটাররা। পরে বিহারের ক্রিকেটাররা এবং আম্পায়াররা মনোজকে "গার্ড অফ অনার" দেয়। শেষবারের জন্য তাঁর ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আশা পূরণ করতে পারেনি বাংলার নেতা। ৩০ রান করে ফেরেন। তবে তারমধ্যেও বেশ কয়েকবার পুরোনো মনোজের ঝলক দেখা যায়। চারটে বাউন্ডারি হাঁকান। বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। ফেরার সময় ইডেনের গ্যালারি থেকে তাঁর নামে জয়ধ্বনি ভেসে আসে। তাঁকে "গার্ড অফ অনার" দেয় বাংলার সতীর্থরা। তিনি আউট হওয়ার পর অভিমন্যুকে সঙ্গত দেন অভিষেক পোড়েল এবং শাহবাজ আহমেদ। ৫৬ রান করেন বাংলার উইকেটকিপার ব্যাটার।‌ ২৬ রানে অপরাজিত থাকেন শাহবাজ। ঈশ্বরণের দুশোর জন্য অপেক্ষা করা হচ্ছিল। তিনি দ্বিশতরানে পৌঁছতেই ১০৫তম ওভারে ৩০০ রানের বেশি লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। 
  • Link to this news (আজকাল)