• সন্দেশখালির গোপন জবানবন্দির পেছনে বিরোধীদের প্রভাব নেই তো' প্রশ্ন তুললেন কুণাল ...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এখনই গণধর্ষণের অভিযোগকে সত্যি বলে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে‌। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন এক মহিলা। এরপরেই আসরে নামে তৃণমূল। প্রশ্ন তোলে বিজেপি বা সিপিএমের দ্বারা প্রভাবিত হয়ে এই অভিযোগ করা হয়েছে কিনা সেটাও দেখা দরকার। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক ভিডিও বার্তায় বলেন, ধারা যোগ হয়েছে মানেই অভিযোগ সত্য সেটা ভাবা ছেলেমানুষি। এটা যে সত্য সেটা প্রমাণ করতে হবে। কুণালের কথায়, "ওই জায়গায় সিপিএম এবং বিজেপি আছে। তারা কাউকে প্রভাবিত করে কোনও অভিযোগ করছে কিনা সেটাও দেখতে হবে। গোপন জবানবন্দিতে কী বলা হয়েছে সেটা আমরা জানি না। তার মধ্যে সত্যিকারের কোনও অভিযোগ আছে কি নেই সেটাও আমরা জানি না। পুলিশ রাজধর্ম পালন করেছে।" শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি জানান, ৬ ফেব্রুয়ারির আগে পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি। যা যা অভিযোগ আসবে পুলিশ তার সবকটিই গুরুত্ব দিয়ে দেখবে। এর পাশাপাশি সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করার প্রসঙ্গে তিনি জানান, শান্তি বজায় রাখার জন্যই সন্দেশখালির কিছু কিছু জায়গায় ১৪৪ জারি করা হয়েছে। এই মুহূর্তে সন্দেশখালির ১৯টি জায়গায় ১৪৪ জারি থাকলেও দু"একদিনের মধ্যেই কিছু কিছু জায়গায় তোলার কথা ভাবা হচ্ছে বলেও তিনি জানান। একইসঙ্গে কেন সন্দেশখালির শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। কেন তারা তাকে গ্রেপ্তার করেনি?কুণালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি ও সিপিএম। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "কোনও মহিলা যদি ধর্ষিতা না হন তবে তাঁকে দিয়ে আদৌ কি একথাটা বলানো যায়।? আসলে এসব কথা বলে উত্তম এবং শিবুদের মতো লোককে উৎসাহিতই করছেন কুণালবাবু। তিনি শেখ শাহজাহানের থেকেও বড় অপরাধী।" সিপিএম নেতা সায়নদীপ মিত্র বলেন, "কুণালবাবুর যেমন রুচি তিনি ঠিক সেরকমই বলেছেন। এই ধরনের কথার অর্থ হল পুলিশকে বার্তা দেওয়া যে যাই অভিযোগ আসুক না কেন কোনও পদক্ষেপ করা চলবে না।"
  • Link to this news (আজকাল)