• লালগোলার গ্রামে বোমাবাজি, আহত ২ তৃণমূল কর্মী, গ্রেপ্তার ৫ ...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের লালগোলা থানার মানিকচক গ্রাম পঞ্চায়েতের বাউশমারি গ্রাম। অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। আহত ওই ২ তৃণমূল কর্মীকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ওই এলাকাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল। তৃণমূল কংগ্রেসের মানিকচক অঞ্চল সভাপতি মহম্মদ এসারুল হক বলেন, "শুক্রবার সন্ধে নাগাদ আমাদের দলের স্থানীয় বুথ সভাপতি উজ্জ্বল মণ্ডল এবং দলের সক্রিয় কর্মী গৌরচাঁদ মণ্ডল সহ আরও কয়েকজন একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় হঠাৎই কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে মুড়ি-মুড়কির মত বোমা ছুঁড়তে শুরু করে। এই ঘটনাতে আহত হন আমাদের দলের দুই কর্মী উজ্জ্বল মণ্ডল এবং গৌরচাঁদ মণ্ডল।" লালগোলা থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান, গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানান, গ্রামে বোমাবাজির ঘটনার সাথে কংগ্রেসের কোনও সম্পর্কই নেই। গোটা ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। কংগ্রেস নেতৃত্ব বলেন- ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মহম্মদ এসারুল হক নামে একজনকে নতুন অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির সাথে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ভুট্টোর দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে। সেই রেষারেষির জেরে শুক্রবার গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। গতকালকের ঘটনায় যুক্ত দু"পক্ষই তৃণমূল দলের সদস্য।
  • Link to this news (আজকাল)