• সন্দেশখালির শিবু, উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ ...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস আগেই সাসপেন্ড করেছে উত্তম হাজরাকে। কিন্তু সন্দেশখালির আরেক নেতা শিবু হাজরাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে? তাঁর এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনায় বসবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী এবং উত্তর ২৪ পরগণার দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক জানিয়েছেন, দলের সঙ্গে কথা বলে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামিকাল রবিবার তিনি সন্দেশখালিতে যাচ্ছেন।ইতিমধ্যেই বসিরহাট আদালতের সরকারি আইনজীবী অরুণ পাল জানিয়েছেন, গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। যদিও শিবু এখনও গ্রেপ্তার হননি। স্থানীয়দের অভিযোগ, শিবুকে তাঁরা অনেকেই সন্দেশখালিতে দেখেছেন। ইতিমধ্যেই শনিবার রাজ্য পুলিশে রদবদল করা হয়েছে।এই রদবদল অনুযায়ী বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে বদলি করেছে রাজ্য সরকার। তাঁকে পাঠানো হয়েছে রাজ্যের ডিআইজি (সিকিউরিটি) পদে। নতুন ডিআইজি হিসেবে বারাসত রেঞ্জের দায়িত্বে আসছেন ভাস্কর মুখোপাধ্যায়। তাঁকে অল্প কয়েকদিন আগে মালদা রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হয়েছিল। তার আগে তিনি ছিলেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার পদে। শনিবার মোট ৩৯ জন সিনিয়র পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি পদে পাঠানো হয়েছে সুপ্রতীম সরকারকে। তিনি ছিলেন রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের এডিজি।
  • Link to this news (আজকাল)