• ৫ প্রজাতির সুগন্ধী ধানকে জিআই স্বীকৃতি
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পাঁচ প্রজাতির সুগন্ধী ধানের জিআই স্বীকৃতি পেল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম সাহা এক সাংবাদিক সম্মেলনে বলেন, নন অ্যারোমেটিক বাসমতি রাইসের এই ধানগুলি হল তুলাইপাঞ্জি, কালো নুনিয়া, কাটারি ভোগ, রাধুনী পাগল, গোবিন্দভোগ। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃষকদের জমিতে বাসমতি নয় অথচ সুগন্ধি ধান চাষ করবার প্রয়াস নেওয়া হয়। এই রকম পাঁচ প্রজাতির ধান অবশেষে স্বীকৃতি পেল।
  • Link to this news (আজকাল)