• নেতাজি ইন্ডোরে শুরু হল হর্টি ফুড ফেস্টিভ্যাল
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে শুরু হল হর্টি ফুড ফেস্টিভ্যাল। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের উপস্থাপনায় এই ফেস্টিভ্যাল শুরু হল। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ফেস্টিভ্যাল চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি আয়োজন করেছে দ্যা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিন এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী অরূপ রায়। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ডা. সুব্রত গুপ্ত, দ্যা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সভাপতি গৌতম রায় প্রমুখ। এই হর্টি ফেস্টিভ্যালের টার্গেট কৃষিকাজে আধুনিকতায় ছোঁয়া। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালনের ক্ষেত্রে যাতে যাতে আরও বিনিয়োগ আসে সেজন্যেই এই উদ্যোগ। এখানে ৭৫ টি স্টল দেওয়া হয়েছে। কালিম্পং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, হুগলি, শিলিগুড়ি, বর্ধমান এবং অন্য জেলা থেকে সুফল বাংলা-র কথা এখানে তুলে ধরা হয়েছে। রাজ্যের কৃষিকাজ এবং উদ্যান পালনে উন্নতিই এই ফেস্টিভ্যালের প্রধান টার্গেট। 
  • Link to this news (আজকাল)