এবারের রাজ্য বাজেটে ৫০০ টাকা বেড়ে মাসে মজুরি দাঁড়িয়েছে ২ হাজার টাকা। যেহেতু স্বনির্ভর গোষ্ঠীগুলি এই কাজে যুক্ত সেক্ষেত্রে মাসে এক একজনের রোজগার দাঁড়ায় গড়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা। অর্থাৎ দিন প্রতি ১০-১২ টাকা। বছরে মাইনে পান তাঁরা ১০ মাসের। কোনও সরকারি স্বীকৃতিও নেই এঁদের। রাজ্যে স্কুলগুলির মিড ডে মিলের কর্মীদের আর্থিক দূরাবস্থার কথা বললেন আম্মার কনভেনর জুবি সাহা। তাঁরা মিড ডে মিলের (Mid Day Meal) কর্মীদের জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তাঁদের অন্যতম দাবি, ছাত্র-ছাত্রীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি। যাতে আরও পুষ্টিগুণ সম্পন্ন খাবার তাঁদের মুখে তুলে দেওয়া যায়। তবে অ্যাসেসিয়েশন অব মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট (আম্মা)-র (AMMA) ডাকে সেভাবে সাড়া দেননি বাংলার ‘দিদি’, এমনই অভিমত এই সংগঠনের।