West Bengal Higher Secondary Education Board Exam 2024:
ছোট থেকেই লেখাপড়ার প্রতি দুরন্ত একাগ্রতা কাঁথির ঈশিতা মণ্ডলের। তবে এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা বারবার বাদ সেধেছে। যদিও এতে বিন্দুমাত্র পিছপা হননি এই তরুণী। ভীষণ জেদে আর অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করেই সে এগিয়ে গিয়েছে। দৃঢ় চিত্তে এবারের কঠিন লড়াইটাও সাফল্যের সঙ্গে জয়ে আশাবাদী এই পড়ুয়া।