conversion Bill: ধর্মান্তকরণ ঠেকাতে কঠোর সরকার, আনা হবে বিশেষ বিল, কী জানালেন মুখ্যমন্ত্রী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
ধর্মান্তকরণ নিয়ে মাত্র ৩ দিন আগেই বড়সড় বিবৃতি দিয়েছেন ছত্তিশগড়ের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল। ব্রিজমোহন বলেছিলেন যে ছত্তিশগড় সরকার ধর্মান্তকরণ বন্ধ করতে একটি নতুন আইন আনতে চলেছে। মন্ত্রী বলেন, বিধানসভার এই অধিবেশনে একটি ধর্মীয় স্বাধীনতা বিল আনা হবে। অনেক শক্তি রয়েছে যারা বিদেশী তহবিলের ভিত্তিতে ছত্তিশগড়ের জনসংখ্যা ও অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে। লোভ লালসার ফাঁদ দেখিয়ে তারা সরকারকে না জানিয়ে সাধারণ মানুষকে ধর্মান্তরিত করে। এ কারণে সমাজে বিরোধ ও বিদ্বেষ সৃষ্টি হচ্ছে । এ নিয়ে কংগ্রেস বিধায়ক উমেশ প্যাটেল বলেন, আইন আনুন কিন্তু আইনের নামে কাউকে হয়রানি করা ঠিক নয়।