স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্মী সম্মেলনে যুগান্তকারী সেই বক্তৃতা দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে এসেছিলেন। এই বিশেষ দিনে অর্থাৎ ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ঘটে গিয়েছিল নজরকাড়া সব ঘটনা। যা আজও চর্চায়। একসময়ের মাদ্রাজ (Madras) যা বর্তমানে চেন্নাই (Chennai) হিসেবে পরিচিত। সেখান থেকে জাহাজে বজবজে (Budge Budge) এসে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)।