Rani Rashmoni: সমাজ সংস্কারে রানি রাসমণির গুরুত্ব: দক্ষিণেশ্বর মন্দিরে অনন্য এক উদ্যোগ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
Rani Rashmoni-Dakshineswar Temple:
বাংলার সমাজ সংস্কারে রানি রাসমণির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে নারী শিক্ষায় মহিয়সী এই রমণীর একের পর এক নজিরবিহীন কীর্তি আজও চর্চায়। স্বামীর মৃত্যুর পর খানিকটা ভেঙে পড়লেও পরবর্তী সময়ে নিজের অদম্য জেদ এবং দৃঢ় চিত্তকে সঙ্গী করে সমাজের জন্য একের পর এক যুগান্তকারী সংস্কারমূলক চিন্তাভাবনা আপামর বাঙালি হৃদয়ে গেঁথে গিয়েছেন তিনি। তাঁর জীবনের নানা দিক নিয়ে এবার তাঁরই হাতে গড়া দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে আজ অভূতপূর্ব এক কর্মসূচির আয়োজন।