Amit Shah on I.N.D.I.A Alliance: শাহী নিশানায় ‘ইন্ডিয়া জোট’, বিরোধী দলগুলিকে ‘2G, 3G, 4G’-বলে চরম কটাক্ষ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ইন্ডিয়া জোটকে তীব্র নিশানা করেছেন। তিনি বলেছেন যে জোটে সবাই তাদের পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী পদে বসাতে চান। কেউ গরীবদের জন্য কাজ করতে চান না। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এমন অনেক 2G, 3G, 4G দল আছে। চার প্রজন্ম ধরেও যারা তাদের নেতাদের মুখ বদলান না’।