• OPPO A59 5G: সবচেয়ে সস্তা OPPO-এর 5G স্মার্টফোনে ৪ হাজারের বিরাট ছাড়, রয়েছে সহজ EMI অপশন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • OPPO A59 5G হল বাজারে Oppo-এর সবচেয়ে সস্তা 5G ফোন। আপনি যদি Oppo-এর কম দামে সেরা পারফরম্যান্সের 5G স্মার্ট ফোন কিনতে চান তাহলে OPPO A59 5G একটি ভাল বিকল্প। এই স্মার্টফোনে কোম্পানি MediaTek Dimensity 6020 octa core প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা, 5000mAh, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 6 GB RAM এর সুবিধা দিয়েছে। আসুন জেনে নিই Oppo-এর সবচেয়ে সস্তা 5G ফোন OPPO A59 5G-এর ফিচার ও দাম।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)