Jharkhand Politics : কংগ্রেসের সঙ্গে সম্পর্ক একেবারে ঠিকঠাক, জোটে-জট জল্পনার মাঝে মুখ্যমন্ত্রীর বড় বিবৃতি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
কংগ্রেস বিধায়কদের ক্ষোভের মধ্যে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বড় বিবৃতি সামনে এসেছে। ঝাড়খণ্ডে মন্ত্রিসভা সম্প্রসারণের পর কংগ্রেস শিবিরে তোলপাড়। এদিকে এর মধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা এবং মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা দিল্লি পৌঁছেছেন। রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস-জেএমএম জোটের মধ্যে উত্তেজনা পরিপ্রেক্ষিপ্তে জল্পনা দূর করেছেন। তিনি বলেছেন “সবকিছু একেবারে ঠিক ঠাক চলছে”।